শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

​​​​​​​জামালগঞ্জে গাছে গাছে পাখির নীড় বেঁধে দিচ্ছেন ওসি আব্দুন নাসের

মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২২, ১৮:০৯

গাছের ডালে ডালে ঝুলানো হচ্ছে পাখিদের নীড় পাখির অভয়ারণ্য গড়তে জামালগঞ্জ থানার আশপাশের প্রতিটি গাছের ডালে নীড় বেঁধে দিচ্ছেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের মঙ্গলবার সকালে জামালগঞ্জ থানার সামনের রাস্তায় থানা কম্পাউন্ডে গাছের ডালে কলস বাঁশের তৈরি পাখির বাসা বেঁধে দিয়ে কার্যক্রম শুরু করেন তিনি

পুলিশের বিচরণ যেখানে পাখিদের অভয়ারণ্য সেখানে’ -এই শ্লোগানে পাখিদের বাসা গড়ার উদ্যোগ নেন পুলিশের এই কর্মকর্তা থানা কম্পাউন্ড এবং রাস্তার ৬০টি গাছে পাখিদের অবাধ বিচরণে ২৫০টি মাটির কলস বাঁশ বেঁধে দেওয়া হয়েছে যেখানে ৫০০ পাখি বাস করতে পারবে

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের জানান, পাখিদের নিরাপদ বাসস্থান গড়তে নিজ উদ্যোগে এই ধরনের কর্মকাÐ শুরু করেন তিনি

তিনি আরও জানান, পুলিশ এখন অনেক মানবিক শুধু আইনশৃঙ্খলা রক্ষার কাজেই নয়, বিভিন্ন সামাজিক কাজেও পুলিশের অংশগ্রহণ আশানুরূপ সেই কাজের অংশ হিসেবে পাখিদের জন্য এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে পুলিশ শুধু জনতার নয়, প্রাণীদেরও দিন দিন বন-জঙ্গল মারাত্মকভাবে উজাড় হয়ে যাওয়ায় দেশ পাখিশূন্য হয়ে পড়েছে তাই পাখির বংশবিস্তার, জৈববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদ থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে মানুষ হিসেবে আমাদের বাঁচার যতটুকু অধিকার আছে, পৃথিবীতে পশুপাখিদেরও ততটুকু অধিকার আছে

ব্যাপারে জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, ‘জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর সঠিক পরিচর্যার অভাবে অনেক প্রজাতির পাখি এখন বিলুপ্তির পথে পরিবেশের পরম বন্ধু এই পাখিকে টিকিয়ে রাখতে অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরের এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয় পাখিদের টিকিয়ে রাখতে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে জাতির জনক বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জীববৈচিত্র্য রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে