মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভাঙ্গুড়ায় অতিথি পাখির কলরবে স্থানীয়দের ঘুম ভাঙে

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৭

প্রতি বছরের মতো চলতি শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে দলবেঁধে আসা পাখির কিচিমিচির কলরবে প্রত্যেহ ঘুম ভাঙে স্থানীয়দের অতিথি পাখির মনোরম উপস্থিতিতে পাবনার ভাঙ্গুড়ায় প্রকৃতিতে এনেছে নতুন রূপ পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতির পরিবেশ আবার অতিথি এসব পাখি হয়ে উঠেছে বিভিন্ন বয়সি মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম মনোমুগ্ধকর প্রাকৃতিক এই দৃশ্য ভাঙ্গুড়া উপজেলার পৌরসদরের দক্ষিণ সারুটিয়া রেললাইনের পাশের শান্ত-বদ্ধ জলাশয়ে ঝাঁকে ঝাঁকে নানা প্রজাতির অতিথি পাখির আগমনে বৈচিত্র্যময় নৈসর্গিক সৌন্দর্যের যেন মেলা বসেছে দক্ষিণ সারুটিয়ার রেললাইনের পাশের শান্ত-বদ্ধ জলায়তনজুড়ে শীত মৌসুমের শুরুতেই প্রতি বছরই এসব পাখির বিচরণ লক্ষ করা যায় পাখিদের কলতানে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি চোখে পড়ে মন মাতানো এক অপরূপ দৃশ্য যেন পাখিদের জন্য নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে দক্ষিণ সারুটিয়ার রেললাইনের পাশের শান্ত-বদ্ধ জলাশয়টি

সরেজমিনে দেখা যায়, ঝাঁকে ঝাঁকে নানা প্রজাতির অতিথি পাখির ডানা মেলে ওড়া, পানিতে ডুপ দিয়ে আহার শিকার করার মতো মনোমগ্ধকর দৃশ্য মনে হয় যেন দলবেঁধে নেমে পড়েছে খাদ্য সংগ্রহের প্রতিযোগিতায় রকম খাদ্যের অভিযান ছোটাছুটি আর লুটোপুটি চলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আবার কচুরিপানার ওপরে বসেও বিশ্রাম নিতে দেখা যায় পাখিদের চোখ জুড়ানো প্রাকৃতিক এই মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত নানা শ্রেণি-পেশার মানুষ ছুটে আসেন দক্ষিণ সারুটিয়ার রেললাইনের পাশের শান্ত-বদ্ধ জলাশয়ের তীরে আগত দর্শনার্থীরা দু'চোখ ভরে উপভোগ করেন পাখির কলরব, মিতালি আর মাতামাতি যা অন্য রকম এক অনুভূতি তেমনিই অনুভূতির কথা ব্যক্ত করলেন এই সৌন্দর্য উপভোগ করতে চাটমোহর উপজেলা থেকে আসা শিক্ষক মনির আহমেদ সরকার তিনি বলেন, প্রতি বছর শীতের শুরুতেই দক্ষিণ সারুটিয়ার রেললাইন পাশের শান্ত-বদ্ধ জলাশয়ে এই অতিথি পাখির দেখা মেলে অতিথি পাখি ঝাঁকবেঁধে বিচিত্র স্বরে ডাকতে ডাকতে উড়ে চলা, খাবার সংগ্রহ করা, কিচিরমিচির শব্দে দক্ষিণ সারুটিয়া রেললাইনের পাশের শান্ত-বদ্ধ জলাশয়ের পানিতে নেমে আহার শিকারের প্রতিযোগিতায় মেতে ওঠা এসব সুন্দর দৃশ্য আমাদের মুগ্ধ করে তোলে তাই পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি দক্ষিণ সারুটিয়া রেললাইনের পাশের শান্ত-বদ্ধ জলাশয় এলাকার বাসিন্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম হাফিজ রঞ্জু বলেন, প্রতি বছর শীতের শুরুতে নভেম্বর মাসের প্রথম দিকে অতিথি পাখিদের আগমনে মুখরিত থাকে রেললাইনের পাশের শান্ত-বদ্ধ জলাশয়টি আমরা অতিথি পাখিদের অপেক্ষায় থাকি শীতকালে সুদূর সাইবেরিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ঝাঁকে ঝাঁকে পানকৌড়ি, বক, হরিয়াল, হারগিলা, রাতচোরা, বালিহাঁস, ইতালি, শর্লী, পিঁয়াজখোকো, ত্রিশূল, বাটইলা, নারুলিয়া, লালম্বর, কাঁদাখোচা, ফেফি, ডাহুক, গোয়াল, শামুখখোল, ইটটিটি, ঘুঘুসহ বিভিন্ন দেশি-বিদেশি অতিথি পাখি উড়ে আসে শীত কমতে শুরু করলেই আবার তাদের দেশে ফিরে যায় প্রায় তিন মাস থাকে পাখিগুলো জলাশয়ে সকালে এবং বিকালে অধিক সংখ্যক পাখি জলাশয়ে অবস্থান নেয় দিনের অন্য সময়ে পাখিগুলো আশপাশের জলাশয়ে ক্ষেতে খাবারের জন্য যায় কেউ যেন জলাশয়ে পাখি শিকার করতে না পারে, সেজন্যে ভাঙ্গুড়া থানা কর্তৃপক্ষ সতর্কতা সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছেন

ভাঙ্গুড়া পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম হাসনাইন রাসেল বলেন, অতিথি পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এরা প্রকৃতির ভারসাম্যও রক্ষা করে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, অতিথি পাখি নয়, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে প্রকৃতির মধ্যে বিচরণকারী যেকোনো প্রাণীই শিকার করা আইনত দণ্ডনীয় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, এসব অতিথি পাখি জীববৈচিত্র্য রক্ষায় রেললাইনের ধারে শান্ত-বদ্ধ জলাশয়ে সৌন্দর্য বৃদ্ধি এবং অতিথি পাখিদের এই অভয়ারণ্য নিরাপদ রাখতে উপজেলা প্রশাসন নিয়মিত খোঁজখবর রাখছেন পাখির সঙ্গে বিরূপ আচরণ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে