বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কটিয়াদীতে গাছে গাছে  আমের মুকুল, সৌরভ ছড়াচ্ছে বাতাসে

মাসুম পাঠান, কটিয়াদী (কিশোরগঞ্জ)
  ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে আম গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে নানা ধরনের ফল-ফুলের সাথে সৌরভ ছড়াচ্ছে দৃষ্টিনন্দন আমের মুকুলও সোনালি রঙের আমের মুকুলের মৌ-মৌ গন্ধে সুবাসিত এখন প্রকৃতি চারপাশে আমের মুকুলের সুমিষ্ট সুবাস আন্দোলিত করে তুলছে পথিকের মন

বছর আমের মুকুলের সোনালি রঙয়ের নান্দনিক দৃশ্য অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি লক্ষণীয় তাই চলতি মৌসুমে উপজেলায় আমের ভালো ফলন হবে - এমন আশাবাদ স্থানীয় কৃষক কৃষি বিভাগের

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, আম গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল যেন হলুদ আর সবুজের মহামিলন মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ

মুকুলের ভারে নুয়ে পড়ার উপক্রম প্রতিটি গাছ মৌমাছিরাও আসতে শুরু করেছে মধু আহরণে শীতের জড়তা কাটিয়ে কোকিলের সেই সুমধুর কুহুতানে পাগল করতে আবারও ফিরে আসছে বাংলার বুক মাতাল করা ঋতুরাজ বসন্ত

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেল, আমচাষ লাভজনক হওয়ায় উপজেলায় প্রতিবছরই বাড়ির আঙিনা, পুকুরের পাড়, রাস্তার পাশে ছাদকৃষিসহ বিভিন্ন জায়গায় ছোট-বড় আমের বাগানের সংখ্যা বাড়ছে নতুন গড়ে ওঠা আমের বাগানগুলোতে বেশির ভাগ গাছই হলো কাটিমন, আম্রপালি, ল্যাংড়া, ফজলি, গোপালভোগ ইত্যাদি জাতের এসব আম খেতে যেমন সুমিষ্ট, বাজারেও এগুলোর চাহিদা ব্যাপক তাই কৃষকরা এসব জাতের চারা সংগ্রহ করে তারা বাণিজ্যিকভাবে আম উৎপাদনের দিকে নজর বেশি দিচ্ছেন

উপজেলার মসুয়া ইউনিয়নের রামদী গ্রামের আব্দুর রহিম মসূয়া গ্রামের মুনতাজ উদ্দিন জানান, আমের মুকুল আসার পূর্বে বৃষ্টি হওয়ায় এবছর আমারে মুকুল বৃদ্ধি পাচ্ছে তবে ঘন কুয়াশার কারণে আমের মুকুলের ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে এতে আমের উৎপাদন কমে যেতে পারে

ফলে কৃষকেরা তাদের আম গাছ রক্ষায় স্থানীয় কৃষি বিভাগের সহকারীদের পৃষ্ঠপোষকতার দাবি জানান

উপজেলা কৃষি কর্মকর্তা মুখছেদুল হক জানান, বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমের উৎপাদন বিগত বছরের তুলনায় অনেক বেশি পাওয়ার আশা করা যাচ্ছে আমবাগানের সঠিক পরিচর্যা প্রয়োজনীয় পরামর্শ দিতে সার্বক্ষণিক কৃষি বিভাগের মাঠকর্মীরা নিয়োজিত রয়েছেন তবে বাণিজ্যিকভাবে এখনো আম চাষ উপজেলা শুরু হয়নি

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে