বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে পরিযায়ী পাখির কলতানে মুখরিত মাইলমারী পদ্মবিল

গোলাম মোস্তফা, মেহেরপুর প্রতিনিধি
  ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৭

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামের পদ্মবিলের প্রাকৃতিক সৌন্দর্যের অবারিত জলরাশীতে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে পরিবেশ শীতের শুরুতে আসা পরিজায়ী পাখিদের জলকেলিতে মুগ্ধ প্রকৃতি পাখি প্রেমীরা এলাবাসিদের ভালবাসায় শুধু পরিযায়ী পাখি নয় অন্যান্য পাখিদেরও অভয়াশ্রম এই পদ্মবিল এলাকার গাছ গাছালী

মেহেরপুর জেলার গাংনী উপজেলার মাইলমারী গ্রাম সংলগ্ন মাইলমারী পদ্মবিল অনেক আগে থেকেই এই বিলে পরিযায়ী পাখিদের আনাগোনা কিন্তু পাখি শিকারীদের অত্যাচারে কমতে থাকে তাদের উপস্থিতি পরবর্তিতে এলাকাবাসিদের প্রতিরোধের মুখে পাখি শিকারীদের আনাগোনা কমে গেলে গত দুবছর পরিযায়ী পাখিদের উপস্থিথিতি বাড়তে থাকে এবছর শীত শুরু থেকে আসতে শুরু করে পরিযায়ী পাখি বর্তমানে এই বিলে কয়েক হাজার পরিযায়ী পাখি অবস্থান করছে পরিযায়ী পাখিদের সাথে পদ্মবিলের জল স্থলভাগ এখন পানকৌড়ি, বক, বালিহাঁস, কাদাখোঁচা, ডাহুক, শামুকখোলসহ বিভিন্ন প্রজাতী পাখিদের অভয়াশ্রম গড়ে উঠেছে এসব পাখি সারাদিন বিলে বিচরন করে আর রাতে বিল পাড়ের গ্রামগুলির বাড়ির পাশের গাছগুলিতে আশ্রয় নেই এসব পাখির দলবদ্ধ বিচরণ মুগ্ধ করছে এলাকাবসি দর্শনার্থিদের প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ভীড় করছে মাইলমারী পদ্মবিলের পরিযায়ী পাখিদের কলতান শুনতে জলকেলি দেখতে

সচেতন মহল মনে করেন, মাইলমারী পদ্ম বিলে শত শত পরিযায়ী পাখির অবাধ বিচরণে প্রকৃতিকে করেছে অলংকৃত তবে শিকারীদের লোলুপ দৃষ্টি আছে এদের উপর প্রশাসনের নজরদারী বাড়িয়ে এই বিলকে পাখিদের অভয়াশ্রম প্রতিষ্ঠা করতে হবে

পরিবেশবিদ এনামুল আযীম জানান, পরিযায়ী পাখিরা ক্ষতিকারক পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং তাদের বিষ্টা মাটির উর্বর শক্তি বৃদ্ধিতে ফসফরাস সার সৃষ্টি করে এদেরকে রক্ষা করতে হলে জলাশয়ের উৎস বিল-হাওড়গুলি দখলমুক্ত করে এদের বিচরনের পরিবেশ সৃষ্টি করতে হবে তাহলে পরিবেশ রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভাল ভুমিকা রাখবে

গাংনী উপজেলা নির্বাহী অিফিসার মৌসুমী খানম জানান, পরিযায়ী পাখিরা সেই সাইপ্রাসসহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এখানে আসছে আমরা তাদের রক্ষা করার জন্য সব ধরণের ব্যবস্থা নেবো অসাধু পাখি শিকারীরা যাতে তাদের হত্যা করতে না পারে সেজন্য এসব পাখিদের আবাসস্থল সুস্থ সুন্দর করার জন্য সব ধরণের ব্যবস্থা নিশ্চিত করা হবে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে