​​​​​​​ভরা বসন্তেও অতিথি পাখি শেরশাহ দিঘিতে

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৮

মো. আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার

 

 

ভরা বসন্তেও ভিন দেশ থেকে আগত অতিথি পাখিরা এখনো রয়ে গেছে বাংলাদেশের কিছু জায়গায় ফাল্গুন আসার মধ্যেও দেশে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও আগত পরিযায়ীরা যেন মায়ার টানে এসব শৈত্যপ্রবাহ ভুলে গরম মৌসুমকে যেন মেনে নিয়েছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার সংলগ্ন করতল গ্রামের শেরশাহ দিঘীতে মঙ্গলবার গেলে এমন চিত্র ফুটে উঠে

 

সরেজমিনে গেলে দেখা যায়, হাজার হাজার পাখি দিঘির পাড়ে যেন রৌদ্রের আলো নিচ্ছে নিজেদের শরীরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রাকৃতিক একটি শব্দে একসঙ্গে পাখিরা ডানা মেলে আকাশে উড়ে যায় তাদের কিচিরমিচির শব্দে করতল গ্রাম একদম মুখরিত হয়

 

দিঘির ওপরের চতুর্দিকে অনেকক্ষণ ওড়াউড়ির পর দেখা যায়, তারা নিচের দিঘিতে নামার চেষ্টা করছে পরে একসঙ্গে কয়েক হাজার পাখি পানিতে নেমে খেলতে মত্ত হয় এখানে পাখির মধ্যে রয়েছে বালিহাঁস, কালিম, বাটুল, চখাচখি, শামুকখোলসহ আরও হরেক প্রজাতির পাখি দিঘিতে আসা রাজনগর আইডিয়েল হাইস্কুলের শিক্ষক আব্দুল আজিজ বলেন, প্রতি বছর এখানে অতিথি পাখিরা আসে

 

এখানকার স্থানীয়রাও তাদের সঙ্গে একেবারে মিশে গেছে কেউ এখানে পাখি শিকার করার সাহস করে না স্থানীয়রা সচেতন থাকায় এই দিঘিতে পাখিরা অনায়াসে বাস করছে   

 

যাযাদি/ এস