মারা গেছে রাসেল, চিকিৎসাধীন টুম্পা

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৫

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের জোড়া সিংহ ছিল টুম্পা ও রাসেল। এর মধ্যে রাসেল নামের পুরুষ সিংহটি গ্যাস্ট্রলজিক্যাল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কাছে হেরে গেল।

ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় জোড়া সিংহের মধ্যে ১৬ বছর বয়সী রাসেল নামে সিংহটি গত মঙ্গলবার সন্ধ্যায় মারা যায়। এ সিংহগুলোকে দেখতে প্রতিদিন পার্কে শত শত পর্যটক আসা-যাওয়া করতেন।

পার্কের ভেটেরিনারি হাসপাতালে সিংহ রাসেল মারা গেছে বলে নিশ্চিত করেছেন ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (রেঞ্জ কর্মকর্তা) মো. মাজহারুল ইসলাম। পরে ময়নাতদন্ত শেষে সেদিন রাতেই সিংহ রাসেলের মরদেহ পার্কের ভেতরে মাটিচাপা দেওয়া হয়।

এ ঘটনায় সাফারি পার্কের পক্ষ থেকে গতকাল বুধবার চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এদিকে অপর সিংহ টুম্পা এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

যাযাদি/ এস