ক্যানভাসারের কাছ থেকে উদ্ধার করে অবমুক্ত করা হলো পাঁচ সাপ

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ১৫:৫০

কুয়াকাটা(পটুয়াখালী)প্রতিনিধি
ছবি-যাযাদি

পটুয়াখালীর কুয়াকাটায় ৫টি সাপ উদ্ধার করে অবমুক্ত করেছ অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। রবিবার (১৯মার্চ) বেলা ২টার দিকে সমুদ্র সৈকত সংলগ্ন লেম্বুরবনে এসব সাপ অবমুক্ত করা হয়।

অবমুক্ত করা সাপগুলোর মধ্যে বিষধর পদ্ম গোখরা ৩টি, নির্বিষ দাঁড়াশ ১টি ও  ১টি বার্মিজ অজগর। 

এসময় উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বায়েজিদ ও মহিপুর বন বিভাগের বন কর্মীরা।

এরআগে আজ দুপুরে এসব সাপ পটুয়াখালী কলাপাড়া উপজেলার মহিপুরের পাইকবাড়ি নামক গ্রামে এক সাপুড়ে বেশ কয়েকটি সাপ নিয়ে খেলা দেখাচ্ছিল। এমন খবর পেয়ে বনবিবাগ ও অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী টিমের সদস্যরা সেখান থেকে সাপগুলো উদ্ধার করে। পরে সাপ ধরবেনা এই মর্মে মুচলেখা দিলে ওই সাপুড়িয়াকে ছেড়ে দেয়া হয়।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, বন বিভাগ অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতা করেছে। বন্যপ্রানী সংরক্ষনে তৎপর রয়েছে বন বিভাগ।

যাযাদি/ এস