ভারতে কিডনি সমস্যায় মোদির প্রিয় চিতার মৃত্যু

প্রকাশ | ২৮ মার্চ ২০২৩, ১০:৪৩

যাযাদি ডেস্ক
ফাইল ছবি

কুনো ন্যাশনাল পার্ক সূত্রে খবর, ভারতে আনার আগে থেকেই নাকি কিডনির সমস্যা ভুগছিল সশা নামে চিতাটি। জানুয়ারিতে ক্লান্তি ও দুর্বলতার উপসর্গ দেখা দেয়। আলাদা এনক্লোজারে সরিয়ে নিয়ে চিকিৎসাও দেওয়া হচ্ছিল। কিন্তু শেষরক্ষা হলো না।

এক বছর আগে নামিবিয়া থেকে আটটি চিতাকে ভারতে আনা হয়েছিল। তার মধ্যে একটি চিতার মৃত্যু হয়েছে। চিতাগুলোকে যে দিন ভারতে আনা হয়, সেদিন ছিল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন। সত্তর বছর পর গত বছরের ১৭ সেপ্টেম্বর ভারতে আনা হয় এই আট চিতাকে।

নামিবিয়া থেকে ভারতীয় সেনা বাহিনীর বিশেষ বিমানে করে চিতাগুলোকে আনা হয় মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। প্রথমে স্বাস্থ্যপরীক্ষা, তারপর তাদের নেওয়া হয় মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। মোদি নিজেই চিতাগুলো ছেড়ে দেন নির্দিষ্ট এনক্লোজারে।

এদিকে, কুনো ন্যাশনাল পার্কে প্রথমে বিদেশ থেকে আসা চিতাগুলো আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এরপর নভেম্বর শিকারের উপযুক্ত আরও বড় এনক্লোজারে ছাড়া হয় তাদের। সেই থেকে চিতাগুলো নিজেরাই শিকার করে খাচ্ছে। শুধু তাই নয়, তারা যে নতুন পরিবেশে মানিয়ে নিয়েছে তাও বোঝা যাচ্ছে।

যাযাদি/ এস