৬২ টি দেশীয় পাখি জব্দ, পরে মুক্ত
প্রকাশ | ০৬ মে ২০২৩, ০৯:৪৮

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা রাজধানীর মিরপুর-১ নম্বর বাজারে অভিযান চালিয়ে টিয়া, ময়না, শালিক, কোকিল পেঁচা সহ ৬২ টি দেশীয় পাখি উদ্ধার করেছেন। পরে বিকেলে এসব পাখিগুলো প্রকৃতিতে ছেড়ে দেয়া হয়।
বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগেরবন কর্মকর্তা শারমিন তিতলী ও নিগার সুলতানা জানান, রাজধানীর মিরপুর-১ নম্বরের বাজারে পাখি বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
অভিযান চালানোর খবর পেয়ে পাখি বিক্রেতারা পাখিগুলো ফেল কৌশলে পালিয়ে যায়। এসময় সেখান থেকে ১৮ টি টিয়া, ময়না ১২ টি, ২৬ টি শালিক ,০৪ টি কোকিল এবং ০২ টি পেঁচা সহ মোট ৬২ টি দেশীয় পাখি উদ্ধার করা হয় এবং বিকেলে আহবন্যপ্রাণী ক্রয়-বিক্রয় ও বন্যপ্রাণী অপরাধ দমনের লক্ষ্যে ব্যাপক জনসচেতনা বৃদ্ধি করা হয়।
” চলুন বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় হতে বিরত এবং সচেতন থাকি"
যাযাদি/ এস