রাঙ্গাবালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
প্রকাশ | ১৪ মে ২০২৩, ১৩:৩০

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আজ রোববার সকাল থেকে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে । এ কারণে মানুষের মধ্যে ঘূর্ণিঝড়ের আতঙ্ক আছে।
গভীর সমুদ্রে যাওয়া মাছ ধরার ট্রলারগুলো উপজেলার বিভিন্ন ঘাটে আশ্রয় নিয়েছে।
এদিকে মানুষদের মাইকিং করে দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সিপিপির স্বেচ্ছাসেবকদল।
আবহাওয়া অফিস বলছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বিকেল বা সন্ধ্যা নাগাদ সিটুয়ের (মিয়ানমার) কাছ দিয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
রোববার (১৪ মে) সকাল ৯টার দিকে বিশেষ বিজ্ঞপ্তিতে (১৮ নম্বর) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
যাযাদি/ এস