বোয়ালমারীতে তিন শতাধিক শিক্ষার্থী পেল গাছের চারা
প্রকাশ | ১৬ জুলাই ২০২৩, ১৩:২৪

'বাঁচলে পরিবেশ, বাঁঁচবে দেশ, দুর্যোগ হবে নিরুদ্দেশ'-এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ পালিত হয়েছে। পরিবেশ বিপর্যয় রোধে ওই বিদ্যালয়ের সভাপতি এবং আমানা গ্রুপের পরিচালক মো. দেলোয়ার হোসেন (৪০) এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন।
রবিবার (১৬ জুলাই) সকালে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। সেই সাথে বিদ্যালয় চত্বরেও বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দাস, সহকারী শিক্ষক নাজমা বেগম, ফাতিমা জান্নাত, ক্রীড়া শিক্ষক নির্মল চক্রবর্তী প্রমুখ।
যাযাদি/ এস