পঞ্চগড়ে দিনভর দেখা মেলেনি সূর্যের, শীতল বাতাসে জবুথবু

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:১৫

পঞ্চগড় প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

গত সোমবার দিনের বেলা কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও আজ মঙ্গলবার সারাদিন সূর্যের দেখা মিলেনি। ভোররাত থেকে ভারী কুয়াশার সাথে মেঘলা আকাশের সাথে উত্তর দিকে থেকে প্রবাহিত শীতল হাওয়ায় কাতর হয়ে পড়েছে হিমালয়ের খুব কাছের অবস্থানে থাকা পঞ্চগড়ের মানুষ। 

গতকাল দিনের বেলাতেও খড়কুটো জ্বেলে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে গ্রামাঞ্চলের মানুষদের। এই অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলো। সকালে কনকনে শীত উপেক্ষা করে কাজে বের হতে হয়েছে শ্রমজীবী মানুষদের। 

এদিকে দিনভর রোদের দেখা না পাওয়ার সাতে উত্তরের কনকনে শীতল বাতাসে নামছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও সর্বোচ্চ তাপমাত্রা কমে যাওয়ায় তীব্র হচ্ছে শীতের অনুভূতি। গতকাল মঙ্গলবার সকালে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। যা আগের দিনের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি। 

সোমবার এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা বেশি থাকলেও দিনের তাপমাত্রা কমে যাওয়ায় তীব্র শীত অনুভ‚ত হচ্ছে-এমনটাই জানিয়েছে আবহাওয়া তঅফিস। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জীতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়ে গতকাল সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ এবং বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই ধারা আরও ২/৩ দিন অব্যাহত থাকতে পারে। এটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস বলে তিনি জানান। চলতি ডিসেম্বরে পঞ্চগড়সহ উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রার ব্যবধান কমে আসায় তীব্র শীত অনুভূত হচ্ছে।

যাযাদি/ এম