শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাংবাদিক কাজলকে কেন জা‌মিন নয়: হাইকোর্টের রুল

যাযাদি ডেস্
  ১৯ অক্টোবর ২০২০, ১৬:২২

ফটো সাংবাদিক শ‌ফিকুল ইসলাম কাজ‌লকে কেন জা‌মিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ১২ নভেম্বর আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান কাজলের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি।

এর আগে গত ৯ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় কাজ‌লসহ ৩২ জ‌নের বিরু‌দ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আইনে এই মামলা হয়। মামলা‌টি ক‌রে‌ছি‌লেন মাগুরা-১ আস‌নের এমপি সাইফুজ্জামান শেখর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে