সিংহকেশর জেলিফিশ

প্রকাশ | ০১ আগস্ট ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক

জেলিফিশ প্রজাতিদের মধ্যে সবচেয়ে বড় এই প্রাণীটি জায়ান্ট জেলিফিশ এবং হেয়ার জেলিফিশ নামেও বেশ পরিচিত। আকির্টক, উত্তর আটলান্টিকসহ সুমেরুর কাছাকাছি শীতল পানিতে এদের দেখা মেলে। ১৮৭০ সালে ম্যাসাচুসেটসের উপসাগরে সবচেয়ে বড় জেলিফিশের খেঁাজ পাওয়া যায় যার দেহ ছিল সাড়ে সাত ফুট এবং শুঁড়গুলোও প্রায় ১২০ ফুট লম্বা!