সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ কমর্শালা

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মহিউদ্দিন লিটন, বাজিতপুর
কিশোরগঞ্জের নিকলী সদরসহ ৭টি ইউনিয়নের ৫০ জন কুষক ও কৃষাণীকে নিয়ে প্রান্তিক পযাের্য় পুষ্টি নিশ্চিতকরণে শস্য বহুমুখীকরণ এবং ফল-সবজি উৎপাদনে উত্তম কৃষি পদ্ধতি অবলম্বন বিষয়ে এক প্রশিক্ষণ কমর্শালা উপজেলা সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কমর্কতার্ মো. ইয়াহ ইয়া খঁান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন আরা বেগম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হারুন অর রশিদ ও জাইকা প্রজেক্টের ফেসিলেটর দুগার্ রানী সাহা।