শিক্ষাথীের্দর পরিচযার্য় বিদ্যালয়ে ছাদ বাগান

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সবুজ শমার্ শাকিল, সীতাকুÐ
সীতাকুÐে ক্ষুদে শিক্ষাথীের্দর নিবিড় পরিচযার্য় গুলিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে গড়ে উঠেছে সবুজের সমাহার। বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছের অপূবর্ শোভায় এক মনোরম সৌন্দযের্র সৃষ্টি হয়েছে স্কুলের ছাদজুড়ে। শিক্ষাথীের্দর সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষকদের অনুপ্রেরণায় স্কুলের ছাদে বাগান করে তারা। নিয়মিত পরিচযার্ করে বাগানটি আরও সুন্দর করার চেষ্টা করছে তারা। তাদের বাগানে ক্যাকটাস, বাগানবিলাস, সন্ধ্যা মালতি, গন্ধরাজ, বেলি, কাগজি লেবুসহ বিভিন্ন রকম ফুল ও ফলের গাছ আছে। তৃতীয় শ্রেণি শিক্ষাথীর্ জাকিয়া সুলতান জানান, বইয়ে পড়েছি গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ না থাকলে কেউই বঁাচবে না। তাছাড়া গাছ থেকে সুন্দর ফুল ও ফল পাওয়া যায়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবিনা আক্তার ও মজির্না আক্তার বলেন, ছাদে যখন থেকে বিভিন্ন রকম ফুল ও ফলের গাছ লাগানো হয়েছে ঠিক তখন থেকেই শিক্ষাথীর্রা আগ্রহ করে গাছের পরিচযার্ করে আসছে। সীতাকুÐ উপজেলা সহকারী শিক্ষা কমর্কতার্ মো. আলাউদ্দিন বলেন, পড়াশোনার পাশাপাশি এ চচার্ শিক্ষাথীের্দর শারীরিক-মানসিক বিকাশ ঘটাবে।