নবনিয়োগপ্রাপ্ত কৃষি কমর্কতাের্দর অবহিতকরণ সভা

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
৩৬তম বিসিএস (কৃষি) ক্যাডারের নবনিয়োগপ্রাপ্ত কমর্কতাের্দর অবহিতকরণ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ০৩ সেপ্টেম্বর, সোমবার বিকাল সাড়ে চারটায় রাজধানীর ফামের্গটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান এবং বিএআরসির নিবার্হী চেয়ারম্যান ড. মো. কবীর ইকরামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন। পরিচালক কৃষি তথ্য সাভিের্সর পক্ষে ফামর্ ব্রডকাস্টিং অফিসার মোহাম্মদ গোলাম মাওলা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৩৬তম বিসিএস (কৃষি) ক্যাডারের নবনিয়োগপ্রাপ্ত ৩০৪ জন কমর্কতার্ এই অনুষ্ঠানে অংশ নিবেন।