দুলর্ভ ফুল

বিøডিং হাটর্

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বিøডিং হাটর্ খুবই নয়নাভিরাম ফুল। এর আদিনিবাস পশ্চিম আফ্রিকা। পরিবার-খধসরধপবধব, উদ্ভিদতাত্তি¡ক নাম-ঈষবৎড়ফবহফৎঁস ঃযড়সংড়হধব। ইংরেজি নাম-ইষববফরহম এষড়ৎু, ইধম ঋষড়বিৎ উল্লেখযোগ্য। এ ফুলের জনপ্রিয়তা রয়েছে বেশ। বিøডিং হাটর্ মানে হৃদয়ে রক্তক্ষরণ। ফুলের গঠনই এর নামকরণে বিশেষভাবে ভ‚মিকা রাখে। ফুটন্ত ফুল দেখতে হাটের্র আকৃতি এবং তা থেকে লাল রঙের পরাগদÐ বের হয় দেখে মনে হয় যেন রক্তক্ষরণ হচ্ছে। এর রয়েছে দুটি প্রজাতি একটি সবুজ বৃতির মধ্যে লাল রঙের ফুল দেখা যায়। অন্য একটি জাতের সাদা বৃতির মধ্যে লাল রঙের ফুল। গাছে প্রায় সারা বছরই ফুল ধরে, তবে শরতে অধিক পরিমাণে ফুল ফুটতে দেখা যায়। ফুল গন্ধহীন। গাছের শাখা-প্রশাখার অগ্রভাগে ফুল গুচ্ছভাবে ধরে। এ ফুলটি এ সময় পযর্ন্ত আমাদের দেশে সচরাচর খুব বেশি চোখে পড়ে না। তবে বিশেষ স্থান ও ব্যক্তির বাসা-বাড়ি বা কোনো কোনো প্রতিষ্ঠানের বাগানে কম পরিমাণে আপনার চোখে পড়তে পারে। তাই ফুলটি দুলর্ভ। ছোট আকারের ঝোপাল কাষ্ঠল লতাজাতীয় ফুলগাছ। পাতা লম্বাটে বশার্কৃতির, রং গাঢ় সবুজ, শিরা-উপশিরা স্পষ্ট। টবে ও সরাসরি মাটিতে চাষ উপযোগী ফুলগাছ। ডাল কাটিংয়ের মাধ্যমে এর বংশবিস্তার করা হয় এবং কাটিং চারা রোপণের এক বছরের মধ্যে গাছে ফুল ধরে। উঁচু রৌদ্রোজ্জ্বল পরিবেশ ও পানি নিকাশের সুবিধাযুক্ত স্থান এবং প্রায় সব ধরনের মাটিতে এ ফুলগাছ উৎপন্ন হয়। ছবি ও লেখা : মোহাম্মদ নূর আলম গন্ধী