আখ চাষে লাভবান লামার কৃষকরা

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
চলতি মৌসুমে ভালো ফলনে দারুণ খুশি লামার আখচাষিরা। আবহাওয়া অনুক‚লে থাকায় উপজেলার সবকয়টি ইউনিয়নে আখের ফলন ভালো হয়েছে। একই সঙ্গে বাজারে কাক্সিক্ষত দাম পাওয়ার আশঙ্কা থাকায় আখ চাষে আগ্রহী হয়ে উঠছেন বহুকৃষক। এবছর লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় কেজিএফের অথার্য়নে ‘পাবর্ত্য চট্টগ্রাম এলাকায় ইক্ষু গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প’-এর আওতায় ১৮ জন কৃষক প্রতিজন ৩৩ শতক জায়গায় আখচাষ করেছেন। এ ছাড়া ব্যক্তি উদ্যোগে আরও ২০-২৫ জন কৃষক প্রায় ১০ একর জমিতে আখচাষ করেছেন বলে জানা যায়। লামা পৌরসভার হরিণঝিরি এলাকায় আখচাষ করেছেন কৃষক মো. আব্দুল হানিফ। তিনি বলেন, আখে সাধারণত লাল-পচা রোগ ছাড়া অন্য কোনো রোগ হয় না। এ বছর রোগটির তেমন উপদ্রব নেই। ফলনও ভালো হয়েছে। এখন শুধু কাটার অপেক্ষা। অক্টোবর মাস পযর্ন্ত সময় লাগবে আখ কাটা শুরু করতে। ইতোমধ্যে ব্যবসায়ীরা আমার ৪৩ শতক জমির আখ ১ লাখ ৮০ হাজার টাকায় ক্রয় করতে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট লামা উপজেলার বৈজ্ঞানিক সহকারী বসন্ত কুমার তঞ্চঙ্গ্যা বলেন, আমরা চাষিদের বীজ, সার ও কীটনাশক ওষুধ দিয়ে সহায়তা করি।