পঁাচ শস্যের সিমুলেশন মডেল

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

এম আব্দুল মোমিন
পঁাচ শস্যের সিমুলেশন মডেল তৈরি হচ্ছে। গবেষণার তথ্যের আলোকে এসব ফসল কোন এলাকায় কী ধরনের মাটি ও আবহাওয়ার সঙ্গে খাপ খেয়ে চাষ উপযোগী তা উঠে আসবে মডেলটির মাধ্যমে। গত ৯ সেপ্টেম্বর বিকালে ডিএই মহাপরিচালকের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি, ঢাকা) সম্মেলন কক্ষে এই সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ লক্ষ্যে সম্প্রতি কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের পক্ষ থেকে বৈজ্ঞানিক এবং কারিগরি সহায়তার লক্ষ্যে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই), বাংলাদেশ জুট রিসাচর্ ইনস্টিটিউট (বিজেআরআই) এবং বাংলাদেশ সুগার রিসাচর্ ইনস্টিটিউট (বিএসআরআই) এসব প্রতিষ্ঠানের সঙ্গে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক মোতাবেক বিএআরআইয়ের মাধ্যমে ভুট্টা এবং আলু, বিআরআরআইয়ের মাধ্যমে আউশ ধান, বিজেআরআইয়ের মাধ্যমে পাট এবং বিএসআরআইয়ের মাধ্যমে ইক্ষুর শস্য সিমুলেশন মডেল তৈরি হবে। এ বিষয়ে প্রকল্প পরিচালক ড. মজহারুল জানান, প্রকল্পটির অথার্য়নে উপরের ৪ গবেষণা প্রতিষ্ঠান ওই ৫ ফসলের জন্য মডেলটি তৈরি করবে। এর মাধ্যমে এ পঁাচ ফসল কোন এলাকায়, কী ধরনের মাটিতে ও আবহাওয়ার সঙ্গে খাপ খেয়ে চাষাবাদ করা যাবে তার একটা দিকনিদের্শনামূলক তথ্য বের হয়ে আসবে। তিনি জানান, এর ফলে ওই ফসলগুলোর চাষাবাদ ও উৎপাদন দুই ভালো হবে। বতর্মানে কৃষকরা তো আবাদ করছেনই, কিন্তু এর চেয়ে আরও ভালো মানের উৎপাদন করা যায় কিনা সেই লক্ষ্যেই প্রকল্পটি পরিচালিত হচ্ছে।