এ সময়ের কৃষি

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
এ সময়ে বোরো ধানের বীজতলার যত্ন নিতে হয়। আপনার বীজতলায় প্রয়োজনীয় সেচ দিন। বীজতলায় কোনো কারণে পানি জমে গেলে তা বের করে দিতে হবে। বীজতলার চারার পুষ্টির অভাবে লাল হয়ে গেলে সামান্য ইউরিয়া সার ছিটিয়ে দিন। শীতের প্রাদুর্ভাব বেশি হলে রাতে পলিথিন শিট বা কলাপাতা দিয়ে বীজতলা ঢেকে রাখুন। মনে রাখবেন, সুস্থ সবল চারা অধিক ফলনের পূর্বশর্ত। চারার বয়স ৪০-৪৫ দিন হলে মূল জমিতে চারা রোপণ শুরু করতে পারেন। এ জন্য জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে পানিসহ কাদা করতে হবে। চাষের আগে জমিতে জৈব সার দিতে হবে এবং শেষ চাষের আগে দিতে হবে ইউরিয়া ছাড়া অন্যান্য রাসায়নিক সার। পরে ইউরিয়া প্রয়োগ করতে হবে। জমির উর্বতার ওপর সারের মাত্রা নির্ভর করে। গড়ে প্রতি হেক্টর জমির জন্য সারের পরিমাণ হলো- জৈব সার, ইউরিয়া, টিএসপি, পটাশ সার, জিপসাম, দস্তা। বীজতলা থেকে সাবধানে চারা তুলে এনে মূল জমিতে লাইন থেকে লাইনের দূরত্ব ২৫ সেন্টিমিটার এবং গোছা থেকে গোছার দূরত্ব ১৫ সেন্টিমিটার বজায় রেখে চারা রোপণ করুন। প্রতি গোছায় ২-৩টি সুস্থ চারা রোপণ করলে ফলন ভালো হয়।