বিষমুক্ত সবজির গ্রাম বরাতিয়া ও কালিকাপুর

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২১, ০০:০০

সুব্রত কুমার ফৌজদার ডুমুরিয়া, খুলনা
চারিদিকে যখন ফসল উৎপাদনে রাসায়নিক সার ও কীটনাশকের ছড়াছড়ি, এরই মধ্যে খুলনার ডুমুরিয়া উপজেলায় বরাতিয়া ও কালিকাপুর গ্রামের কৃষকরা বিষমুক্ত সবজি চাষ করে আশার আলো দেখিয়েছেন। এতে তারা রাসায়নিক সার ও কীটনাশকের বদলে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করছেন। জানা যায়, সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা বর্তমান কৃষিবান্ধব সরকারের নির্বাচনী ইশতেহার। দক্ষিণের শস্যভান্ডার নামে পরিচিত ডুমুরিয়া উপজেলায় এবার ৩৫শ' হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়েছে। মাঠ ঘুরে দেখা যায়, সবজির জন্য ক্ষতিকারক পোকামাকড় দমন করতে সেক্স ফেরোমন ট্রাপ, হলুদ কালার ট্রাফ, মেহগণির তেলসহ বিভিন্ন আকর্ষণ ফাঁদ ব্যবহার করা হচ্ছে। ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, আলু, পেঁয়াজসহ বিভিন্ন সবজি ক্ষেতে নানা ধরনের জৈব বালাইনাশক ব্যবহৃত হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশবান্ধব উপায় নিরাপদ সবজি উৎপাদন করা যায় অপরদিকে উৎপাদন খরচও অনেক কম হয়।