শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সময়ের সঙ্গে রং বদলায় যে ফুল

রেদোয়ান হোসেন
  ১০ জানুয়ারি ২০২১, ০০:০০

গাছপালায় সুশোভিত আমাদের এ প্রকৃতির বৈচিত্র্যময়তার আরেকটি উদাহরণ স্থলপদ্ম। রঙ বদলানো স্বভাবের এ ফুল যখন ফোটে তখন থাকে এক রঙ, সময় একটু গড়ালেই আগের রঙটা বদলে যেতে থাকে। একই গাছে দুই রঙের ফুল দেখে বিভ্রান্ত হন অনেকেই। নামই বলে দেয় এই পদ্ম; কিন্তু পানিতে হয় না। রীতিমতো স্থলে বড় খুবই সুন্দর গাছ এটি। রঙ বদলানোর অভ্যাস আছে বলেই ইংরেজি নাম চেঞ্জেবল রোজ। কারণ তাজা আর বাসি ফুলের রঙ আলাদা। শুধু স্থলপদ্মই নয়, ব্রম্ননফেলসিয়া, মধুমঞ্জরি, মর্নিংগ্‌েগ্নারি, পরশপিপুল ইত্যাদি ফুলও সময়ের সঙ্গে রং বদলায়।

গ্রামীণ পরিবেশে সহজেই দুয়েকটি স্থলপদ্ম দেখা যায়। ডাল পুঁতে দিলেই গাছ জন্মে। বছরে একবার পাতা ঝরায়। সাধারণত তিন থেকে চার মিটার উঁচু এ গাছের পাতাগুলো বড় বড়, কিনারে থাকে কয়েকটি খাঁজ। বোঁটা বেশ লম্বা। ফুল ৪ থেকে ১০ সেমি চওড়া। সাধারণত অনেকগুলো পাপড়ি থাকে। ফুলের রঙ গাঢ়-গোলাপি বা ঈষৎ গোলাপি। দেখতে দুধে-আলতা মেশানো রঙের মতো। কোথাও কোথাও পাঁচপাপড়ির একক ফুলও দেখা যায়। হালকা সুগন্ধি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোলাপি থেকে লালচে রঙ ধারণ করে। সারা বছরই দুয়েকটি ফুল ফোটে। ফুল ফোটে ডালের আগায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে