আমন মাঠ পরিদশের্ন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
চলমান আমনসহ অন্যান্য মাঠ ফসল এবং বিভিন্ন দপ্তরের কাযর্ক্রম সরেজমিনে পরিদশের্নর জন্য কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) সনৎ কুমার সাহার নেতৃত্বে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর দিনাজপুর ও রংপুর অঞ্চল সফর করেন। তারা রংপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলমান কাযর্ক্রম পরিদশর্ন শেষে মিঠাপুকুরে কৃষক সূযির্্য বেগমের রাজস্ব খাতের মাল্টা ফল বাগান প্রদশর্নী পরিদশর্ন করেন। এ ছাড়া তিনি ড্রাগন ফল বাগান, ভামির্ কম্পোস্ট ও রোপণকৃত শজিনা গাছ পরিদশর্ন করেন। এরপর তারা এনএটিপি-২ প্রকল্পের আওতায় প্রদশর্নী পরিদশর্ন এবং কালিগঞ্জপাড়া সিআইজি কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) ড. মো. আবদুল মুঈদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শাহ আলম, রংপুর জেলার উপ-পরিচালক ড. মো. সরওয়ারুল হক প্রমুখ।