আলুচাষিরা মোবাইলে পাবেন পূবার্ভাস

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

কৃষিবিদ মো. আবু সায়েম
আলু উৎপাদনে চাষিদের পূবার্ভাস প্রদানের মাধ্যমে আলুর মড়ক (লেট বøাইট) রোগ প্রতিরোধ করে কৃষি উপকরণের সুষ্ঠু ব্যবহার ও অধিক ফসল উৎপাদন করা হবে। জিআইএস পদ্ধতির সাহায্যে আলুর মড়কের অনুক‚ল আবহাওয়া স্যাটেলাইট তথ্য তথা জিও ডাটা বিশ্লেষণ করে রোগটির প্রাদুভাের্বর আগেই কৃষককে পূবার্ভাস প্রদানের ফলে মড়ক প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিয়ে মূল্যবান ফসল রক্ষা করতে পারবেন। নেদারল্যান্ডের বিখ্যাত ওয়াগেনিংগন বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট রিসাচর্ ইন্টারন্যাশনাল এই কমর্সূচির লিড এজেন্সি হিসেবে রয়েছে। বাংলাদেশে মুন্সীগঞ্জ ও রংপুর জেলার নিদির্ষ্ট আলুচাষিদের কাছে প্রাথমিকভাবে গত মৌসুমে এ সেবাটি প্রদান করা হয়েছে। এবারে দিনাজপুর জেলার নিদির্ষ্ট আলুচাষিদের এ সেবা প্রদান করা হবে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী ওহপবঢ়ঃরড়হ ডড়ৎশংযড়ঢ় ড়হ এঊঙচঙঞঅঞঙ শীষর্ক প্রশিক্ষণ-কমর্শালায় কৃষি বিশেষজ্ঞরা এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর জেলার উপ-পরিচালক কৃষিবিদ মো. তৌহিদুল ইকবাল। কারিগরি পেপার উপস্থাপন করেন সচড়বিৎ ঝড়পরধষ খঃফ. এর বিশেষজ্ঞ আব্দুল্লাহিল সাফি। কমর্শালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বেতার, আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন পযাের্য়র কমর্কতার্, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, আলুচাষি ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।