২০২১ সালে তরল দুধে স্বয়ংসম্পূণর্ হবে দেশ

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৮, ০০:০০

বশিরুল ইসলাম
দেশে তরল দুধের উৎপাদন বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে দেশ তরল দুধে স্বয়ংসম্পূণর্তা অজর্ন করবে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরে মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক। তিনি আরও বলেন, সরকারের বাস্তবমুখী কাযর্ক্রমের ফলে দেশ আজ মাংস উৎপাদনে স্বয়ংসম্পূণর্তা অজর্ন করেছে এবং ডিম উৎপাদনের স্বয়ংসম্পূণর্তা অজের্নর দ্বারপ্রান্তে। গত বুধবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের তৃতীয় ব্যাচের শিক্ষাথীের্দর ইন্টানির্শপ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এএসভিএম অনুষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরে মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচাযর্ প্রফেসর ড. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এএসভিএম অনুষদের ডিন প্রফেসর. ড. মো. জাহাঙ্গীর আলম। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক বলেন, আমাদের দুধের উৎপাদন আগের চেয়ে অনেক বেড়েছে। আমরা সঠিক পথে রয়েছি।