ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৮, ০০:০০

গোলাম মাওলা
কৃষি মন্ত্রণালয় সম্পকির্ত স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি বলেছেন, ইঁদুরের উপদ্রবসহ সব ধরনের আপদ বালাই রুখতে ঐক্যবদ্ধ হতে হবে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ইঁদুর ছোট প্রাণী হলেও এর ক্ষতির পরিমাণ ব্যাপক। ইঁদুর উৎপাদিত ফসলের ২০-৩০ ভাগ ক্ষতি করে থাকে। ইঁদুরের শত্রæ পেঁচা, গুঁইসাপ, বনবিড়াল, বেজি এদের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় ইঁদুরের উপদ্রব দিন দিন বাড়ছে। ইঁদুর নিধনে সবাই সচেতন হলে ব্যাপক ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পাবো। বিশেষ অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান বলেন, ধান ক্ষেতের আইলগুলো উঠে দিয়ে কমিউিনিটি ফামির্ং করতে পারলে ইঁদুর নিধন কাযর্ক্রম আরও বেশি সফল হবে। প্রত্যেক ইউনিয়নে প্রশিক্ষিত রেট কিলার তৈরি করতে পারলেও ইঁদুরকে সহজে দমন করা যাবে। ‘ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য’ প্রতিপাদ্যে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৮ ও ২০১৭ সালের পুরস্কার বিতরণ উপলক্ষে এক বণার্ঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।