নজরকাড়া ফুল মনিকুন্তলা

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
মনিকুন্তলা ফুলের অন্যান্য নাম-ক্যালিয়েÐ্রা, পাউডার পাফ। এর উদ্ভিদতাত্তি¡¡ক নাম- ঈধষষরধহফৎধ যধবসধঃড়পবঢ়যধষধ। আদিনিবাস ব্রাজিল। এটি ছোট আকৃতির বৃক্ষজাতীয় পত্রমোচী ফুল গাছ। উচ্চতা গড়ে ৩ থেকে ৪ মিটার হয়ে থাকে। গাছের শাখা-প্রশাখা ও পাতা পরিমাণে অধিক ঘন। তবে শাখা-প্রশাখা ছোট ছোট আকৃতির হয়ে থাকে। গাছের পাতা ক্ষুদ্রাকৃতির, যৌগিক, রং সবুজ। গাছের কাÐ ও শাখা-প্রশাখা বেশ শক্ত মানের এবং গাছের বৃদ্ধি ধীর গতিসম্পন্ন। গাছ বেশ কষ্ট সহনশীল। গাছের কাÐের চামড়ার রং ধুসর থেকে কালো রঙের। বসন্ত ঋতুতে ফুল ফোটা শুরু হয় এবং এর ব্যাপ্তি হেমন্তকাল অবধি। তবে শরতে গাছে অধিক পরিমাণে ফুল ধরে। কখনোবা অন্যান্য ঋতুতেও ফুল ফোটতে দেখা যায়, তবে পরিমাণে কম। নতুন শাখা-প্রশাখার পত্র কক্ষ হতে ফুল ধরে। গাছের সবুজ পাতার ফঁাকে টকটকে লাল রঙের ফুল খুবই নজরকাড়া। যে কারো নজর কাড়বে। ফুটন্ত ফুল দেখতে ব্রাশের মতো উজ্জ্বল লাল রঙের রেশমি কোমল। ফুল গন্ধহীন ফুল। ফুল বোটার মাথা থেকে গুচ্ছাকারে চুলের মতো পুষ্প বিন্যাস। ফুল শেষে গাছে ফল ধরে। ফল আকারে দেখতে শিমের মতো তবে একটু ছোট আকারের। ফলের রং প্রথমে সবুজ এবং পরিপক্ব ফলের রং কালচে খয়েরি। ফলের বীজ ও ডাল কাটিং এর মাধ্যমে বংশ বিস্তার করা সম্ভব। বৃহৎ আকারের টব ও সরাসরি মাটিতে রোপণ উপযোগী ফুল গাছ মনিকুন্তলা। এ যাবৎ সময়ে আমাদের দেশে এ ফুলের বিস্তার কম লক্ষ করা যায়। বিভিন্ন প্রতিষ্ঠানের বাগান, পাকর্, উদ্যান এবং বাসা-বাড়িতে এ ফুল গাছ কম পরিমাণে চোখে পড়ে। উঁচু ভ‚মি ও প্রায় সব ধরনের মাটিতে এ ফুল গাছ জন্মে। ছবি ও লেখা : মোহাম্মদ নূর আলম গন্ধী