বিরল প্রজাতির সুন্ধি কাছিম নদীতে অবমুক্ত

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
নওগঁার মান্দা উপজেলার কালিগ্রাম থেকে উদ্ধারকৃত বিরল প্রজাতির সুন্ধি কাছিমটি গত বুধবার বিকালে রাজশাহী পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) রাজশাহী জেলার সভাপতি ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ আশা করেন এই প্রাণিটি পদ্মা নদীতে তার বংশ বিস্তারে সক্ষম হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় বন কমর্কতার্ মো. জিল্লুর রহমান, বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, শাহকৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শাহ, বন্যপ্রাণী পরিদশর্ক মো. জাহাঙ্গীর কবির, ফরেস্টার মো. আশরাফুল, দেবাশীষ, অনিক, রাফি, মোয়াজ্জেম প্রমুখ।