অব্যবহৃত জলাশয়ে মাছচাষ কাযর্ক্রম

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

ইউনুছ আলী আনন্দ
রংপুর বিভাগে মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অথর্বছরে অব্যবহৃত জলাশয়ে মাছচাষ কাযর্ক্রম বৃদ্ধিতে বিনামূল্যে পোনা মাছ অবমুক্ত কাযর্ক্রম শুরু হয়েছে। এরই ধারা বাহিকতায় পুরো রংপুর বিভাগের সঙ্গে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় বিনামূল্যে পোনা মাছ অবমুক্ত কাযর্ক্রম শুরু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে বড়ভিটা ইউনিয়নের পূবর্ধনিরাম গ্রামের সোয়াদীর্ ছড়ায় ৬০০ কেজি রুই, মৃগেল, কাতলা মাছের পোনা আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান নজির হোসেন, উপজেলা নিবার্হী কমর্কতার্ মাছুমা আরেফিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা কৃষি কমর্কতার্ কৃষিবিদ মাহবুবুর রশিদ, উপজেলা মৎস্য কমর্কতার্ মাহমুদুন্নবী মিঠু, স্থানীয় ইউপি মেম্বার উজির আলী, মৎস্যচাষি খোকন মিয়া, শাহ আলম, আবু সিদ্দিকসহ গণমাধ্যম কমীর্রা। উপজেলা মৎস্য কমর্কতার্ মাহমুদুন্নবী মিঠু বলেন, ফুলবাড়ী উপজেলা কাশিপুর ইউনিয়নের ঘুঘুরহাট গাওচুলকার বিলে অব্যবহৃত অন্য একটি বিলে গত বৃহস্পতিবার ৮২০ কেজি রুই, মৃগেল, কাতলা মাছের পোনা অবমুক্তি করা হয়।