দক্ষিণাঞ্চলে কৃষির অপার সম্ভাবনা

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলে কৃষির অপার সম্ভাবনা রয়েছে। সরকার দক্ষিণাঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধির মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। উপক‚লীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষকের জীবনমান উন্নয়নে সরকার বিশেষ জোর দিচ্ছে। সোমবার (২৯ অক্টোবর) রাজধানীর ফামের্গটের আ কা মু গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়ামে ডিএই কতৃর্ক বাস্তবায়নাধীন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের (১ম সংশোধিত) প্ল্যানিং অ্যাক্টিভিটি ওয়াকর্শপে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক ড. মো. আব্দুল মুঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমর্শালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের প্রধান মো. আনোয়ার হোসেন এবং এলজিইডি- অতিরিক্ত প্রধান প্রকৌশলী (আইডাবিøউ আর এম ও প্রশিক্ষণ) পিকে চৌধুরী। প্রকল্পের কাযর্ক্রম উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মো. শফিকুল ইসলাম। কৃষিবিদ মোহাম্মদ মহসীন বলেন, দক্ষিণাঞ্চলে যে লবণাক্ততা সমস্যা রয়েছে এ প্রকল্পের মাধ্যমে যদি ভুট্টা ও সজার্ন পদ্ধতিতে চাষ, খেসারি, মুগ ডাল এবং লবণসহিষ্ণু ধানের জাত ব্যাপকভাবে চাষ করা যায় তাহলে এ অঞ্চলে কৃষি ক্ষেত্রে আমূল পরিবতর্ন সাধিত হবে।