ডিএই কমর্কতাের্দর প্রশিক্ষণ শুরু

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন যোগদানকৃত ৩০ জন কৃষি সম্প্রসারণ কমর্কতার্র দুই মাসব্যাপী প্রশিক্ষণ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে শুরু হয়েছে। ৫ নভেম্বর ২০১৮ থেকে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তিবিষয়ক এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবুল হাশিম, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচযার্) ড. মো. আনছার আলী, পরিচালক (গবেষণা) ড. তমাল লতা আদিত্য, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুর জেলার উপ-পরিচালক মো. মাহবুব আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষণ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কমর্কতার্ এবং প্রধান ড. মো. ইসলাম উদ্দিন মোল্লা। প্রশিক্ষণে আগামী দুই মাসে প্রশিক্ষণাথীের্দর ধান উৎপাদনের বিভিন্ন বিষয়াদি যেমনÑ ধানের আধুনিক জাত ও প্রযুক্তি পরিচিতি, রোগ-বালাই, পোকা-মাকড়, সার ও আগাছা ব্যবস্থাপনা, সেচ ও পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ব্রি দুটি পরিপূরক প্রতিষ্ঠান, একটির কাজ প্রযুক্তি উদ্ভাবন করা অন্যটির কাজ তা সম্প্রসারণ করা। এ ক্ষেত্রে সেতুবন্ধনের কাজটি করেন সম্প্রসারণ কমীর্রা। সরকারের সময়োপযোগী পদক্ষেপ, বিজ্ঞানীদের প্রচেষ্টা, সম্প্রসারণ কমীর্ ও কৃষকদের নিরলস পরিশ্রমে বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।