কৃষক পযাের্য় আউশ বীজ উৎপাদন বাড়ানোর আহŸান

প্রকাশ | ২৫ নভেম্বর ২০১৮, ০০:০০

এম আব্দুল মোমিন
কৃষক পযাের্য় আউশ ধানের বীজ উৎপাদন বাড়ানোর আহŸান জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান। গত সোমবার (১২ নভেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘রবি মৌসুমে মাঠের চলমান কাযর্ক্রম বাস্তবায়ন অগ্রগতি ও জেলার সাবির্ক কৃষি পরিস্থিতি পযাের্লাচনা’ শীষর্ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহŸান জানান। আউশ ধানের বীজ উৎপাদন বাড়োনোর জন্য সম্প্রসারণ কমীের্দর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়ে কৃষি সচিব বলেন, দেশের চাহিদার ৬০ হাজার মেট্রিক টন আউশ ধানের বীজের মধ্যে বিএডিসি উৎপাদন করে ২০ হাজার মেট্রিক টন। বাকি বীজ কৃষক পযাের্য় উৎপাদন করা দরকার। কৃষকের উৎপাদিত বীজের গুণগতমান বজায় রাখতে ডিএইর মাধ্যমে তাদের নিবন্ধিত করতে হবে। তিনি বলেন, আউশ ধান অল্পসময়ে সেচ ছাড়াই উৎপাদন করা যায়। এ বছর আউশ ধানের ফলন খুব ভালো হয়েছে। উৎপাদন হয়েছে ২৭ লাখ মেট্রিক টন । এ বছর আউশ আবাদের জমির পরিমাণ ও ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বোরো মৌসুমে অকাল বন্যার ক্ষয়ক্ষতি আউশ আবাদ করে পুষিয়ে নেয়া সম্ভব হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক অমিদাভ দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) সনৎ কুমার সাহা। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোছাম্মৎ নাজমানারা খানুম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব উইংয়ের পরিচালকসহ অঞ্চল ও জেলা পযাের্য়র কমর্কতার্রা এ সময় উপস্থিত ছিলেন।