ইন্দো-গঙ্গা কৃষি যান্ত্রিকীকরণ কমর্শালা

প্রকাশ | ০৮ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
কৃষিবিদ মো. আবু সায়েম ইন্দো-গঙ্গা সমতল ভ‚মিতে কৃষি খামার ব্যবস্থাপনা দিন দিন শ্রমিক সংকট, জৈব পদাথের্র পরিমাণ কমে মাটির উবর্রতা শক্তি হ্রাস, ভূ-গভর্স্থ পানির পরিমাণ ক্রমান্বয়ে নিঃশেষ হওয়া, প্রাকৃতিক সম্পদের স্বল্পতা ইত্যাদি নতুন নতুন সমস্যা ভবিষ্যতে এ অঞ্চলের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিপূণর্ করতে পারে। সম্প্রতি রংপুর আরডিআরএস বেগম রোকেয়া অডিটরিয়ামে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়রের আয়োজনে অনুষ্ঠিত ঐধঢ়চু ঝববফবৎ/তবৎড় ঞরষষধমব ঝঁসসরঃ ডড়ৎশংযড়ঢ়-এ কৃষি বিশেষজ্ঞরা এসব মতামত প্রকাশ করেন। কমর্শালার উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃর্পক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ড. মো. আকরাম হোসেন চৌধুরী। অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শাহ আলম, দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াজেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত¡¡ বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামাল হোসেন প্রমুখ।