কৃষি যন্ত্রপাতি ব্যবহারে উৎপাদন খরচ কমে

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
বরিশালের উজিরপুরের মুন্ডপাশায় রিপার বাইন্ডারের সাহায্যে ধান কতের্নর ওপর কৃষক মাঠদিবস ২৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আরশেদ আলী। সিমিট বাংলাদেশ এবং সিসা-এমআই যৌথ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক হরিদাস শিকারি। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ঢালির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. জাকির হোসেন তালুকদার, কৃষি প্রকৌশলী মো. মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আনসারী প্রমুখ। সিমিট বাংলাদেশের উদ্যোগে চীন থেকে সদ্য আমদানিকৃত রিপার বাইন্ডার বরিশাল ও ফরিদপুর অঞ্চলে পরীক্ষামূলক ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে অঁাটি বঁাধাসহ ৫ একর জমির ধান কাটা যাবে ৮ ঘণ্টায়। মেশিন ভাড়া বাদে খরচ পড়বে মাত্র ১ হাজার টাকা। অথচ সমপরিমাণ জমিতে এ কাজের জন্য ৩০ জন শ্রমিকের ব্যয় হবে ১৫ হাজার টাকা।