তুলা উৎপাদন বাড়াতে প্রয়োজন নতুন জাত

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০

মো. নাবিল তাহমিদ
জলবায়ু পরিবতর্ন ও তুলা চাষের সময়কাল (জুলাই-ডিসেম্বর) বেশি হওয়ায় কৃষকরা তুলা চাষে আগ্রহ হারাচ্ছেন। তাই তুলা চাষের সময়কাল কমিয়ে তুলার উৎপাদন বৃদ্ধিতে নতুন প্রজাতি ও টেকসই উন্নয়নের জন্য গবেষণা করছে বাংলাদেশ তুলা উন্নয়ন বোডর্। গত বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ‘জলবায়ু পরিবতের্ন বাংলাদেশে তুলা চাষে টেকসই উন্নয়ন’ শীষর্ক সেমিনারে এসব কথা বলেন তুলা উন্নয়ন বোডের্র নিবার্হী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন। দেশের পোশাকশিল্পে তুলার চাহিদা অনেক। কিন্তু দেশে উৎপাদিত তুলা এই চাহিদার মাত্র তিন শতাংশই পূরণ করে থাকে। আর বাকি ৯৭ শতাংশ তুলা বাহিরে থেকে আমদানি করতে হয়। তুলার উৎপাদন বৃদ্ধি করতে তুলা চাষের সময়কাল কমানো এবং নতুন প্রজাতি নিয়ে গবেষণা করছে বাংলাদেশ তুলা উন্নয়ন বোডর্। এতে কৃষকের জন্য তুলা চাষে অপেক্ষা করছে অপার সম্ভাবনা। তুলা উন্নয়ন বোডের্র নিবার্হী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিনের সভাপত্বি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আসাদুল্লাহ, বাকৃবি রিসাচর্ সিস্টেমের (বাউরেস) পরিচালক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার এবং কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. ফেরদৌস মÐল।