বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০

এম আব্দুল মোমিন
কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসিরুজ্জামান বলেছেন, মাটির সবচেয়ে বড় শত্রæ সভ্যতা। সভ্যতার কারণে মাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত বুধবার (৫ ডিসেম্বর) বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে রাজধানীর ফামের্গটের আ কা মু গিয়াস উদ্দীন মিলকী মিলনায়তনে সেমিনার ও সয়েল কেয়ার অ্যাওয়াডর্-২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সচিব বলেন, মাটি দূষণ ও জলবায়ু পরিবতের্নর কারণে ২০৫০ সালের মধ্যে ৬ কোটি লোক উদ্বাস্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইটভাটা, রাস্তা ও ভবন নিমার্ণ এবং পুকুর খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ক্রমাগত মাটির ওপরের স্তর নষ্ট হচ্ছে। এ ছাড়া ভ‚গভর্স্থ পানি উঠানোর কারণে সমুদ্রের নোনা পানি ওপরে উঠে আসছে, বাড়ছে লবণাক্ততা। এ কারণে উপক‚লীয় অঞ্চলের মানুষ ফসল ফলাতে পারছে না। বাড়ছে সিডর, আইলার মতো প্রাকৃতিক বিপযর্য়। কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক বিধান কুমার ভাÐারের সভাপতিত্বে অনুষ্ঠানে পযার্য়ক্রমে বিজ্ঞানভিত্তিক তিনটি পেপার উস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ ও বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ইমামুল হক, এফএও’র সিনিয়র কনসালটেন্ট মো. মাহবুবুর রহমান ও আইডবিøউএমের স্পেশালিস্ট মো. জাহিদ হাসান সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এ দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ড. মো. আবদুল বারী।