ক্রেজি ডেইজি

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ছবি ও লেখা : মোহাম্মদ নূর আলম গন্ধী
ডেইজি শীতকালীন মৌসুমী ফুল। এর আদি নিবাস চীন। ইংরেজি নাম উধরংু, পরিবার ঈড়সঢ়ড়ংরঃধব, উদ্ভিদতাত্তি¡ক নাম ঈযৎুংধহঃযবসঁস পধৎরহধঃঁস। ডেইজি বিদেশি ফুল, তবে বতর্মান সময়ে আমাদের দেশের আবহাওয়ায় মানিয়ে নিয়েছে বলে এর বিস্তার হয়েছে বেশ এবং চাষাবাদও শুরু হয়েছে। ডেইজির রয়েছে বাহারি রং ও নানান প্রজাতি। ফুলের গঠন অনকেটা সূযর্মুখী ফুলের আকৃতির। তবে আকারে ছোট। ফুল ঊধ্বর্মুখী। মাঝে গোল চাকতির মতো এবং এর চারদিকে অসংখ্য পাপড়ি থাকে। আকষর্ণীয় নানান রঙের ফুলের জনপ্রিয়তার মূল কারণ। এ ফুলের বাহারি রং শীত মৌসুমে প্রাকৃতিক সৌন্দযের্ক আরও বাড়িয়ে দেয়। এ ফুলের গাছ গড়ে এক থেকে দেড় ফুট উচ্চতার হয়ে থাকে। গাছ রসালো নরম প্রকৃতির, পাতা উজ্জ্বল সবুজ বণের্র। দ্রæত বধর্নশীল এই ফুল গাছের চাষবাদ মৌসুম মূলত শীতকাল। শীতের শেষে বসন্তের আগমনে এর ফুল কিছুদিন টিকে থাকলেও বসন্তের মাঝামাঝি সময়ে ফুল শেষ হয়ে যায়। বাসাবাড়িতে চাষের ক্ষেত্রে বাড়ির সামনের ফঁাকা জায়গায় বেড তৈরি করে নিতে হবে এবং ছাদের টবেও রোপণ উপযোগী ফুলগাছ। রৌদ্রোজ্জ্বল সুনিষ্কাশিত উবর্র জৈব পদাথর্সমৃদ্ধ দো-অঁাশ থেকে বেলে দো-অঁাশ মাটি এ ফুল চাষের জন্য উত্তম। প্রয়োজনে সেচ দিতে হবে। গাছের ভালো বৃদ্ধির জন্য সুষম সার ব্যবহার করতে এবং রোগ-পোকার আক্রমণ দেখা দিলে তা দমনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ফুল রোপণের জন্য অক্টোবর থেকে নভেম্বর মাস উত্তম সময়। বীজের মাধ্যমে এর বংশবিস্তার করা যায়। পারিবারিক বাগান, বিভিন্ন প্রতিষ্ঠানের বাগান, ছাদের টবে, পাকর্ ও উদ্যানে এ ফুল চোখে পড়ে।