খাদ্য বিজ্ঞানে ডিপ্লোমা চালু করবে বারটান

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
আগামী বছরের মধ্যে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) ফলিত পুষ্টি ও খাদ্য বিজ্ঞানের ওপর ডিপ্লোমা চালু করবে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব (পিপিসি), কৃষি মন্ত্রণালয় ও বারটান নিবার্হী পরিচালক মোহাম্মদ নজমুল ইসলাম। সম্প্রতি রাজধানীর সেচ ভবনে বারটান প্রধান কাযার্লয়ে আয়োজিত এক কমর্শালায় তিনি এ কথা বলেন। কমর্শালাটি যৌথভাবে আয়োজন করে বারটান ও ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসাচর্ ইনস্টিটিউট (আইএফপিআরআই)। কমর্শালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফপিআরআইর বাংলাদেশ প্রতিনিধি আখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারটান পরিচালক কাজী আবুল কালাম (সচিব) ও বারটানের অবকাঠামো নিমার্ণ ও কাযর্ক্রম শক্তিশালীকরণ প্রকল্প পরিচালক এসএম শিবলী নজির। কমর্শালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশ্ব খাদ্য সংস্থা, আইএফপিআরআইসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার শিক্ষাবিদ ও কমর্কতার্রা উপস্থিত ছিলেন। সভাপতি বলেন, খাদ্যভিত্তিক পুষ্টিবিষয়ক গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে পুষ্টিস্তর উন্নয়নের লক্ষ্যে বারটান কাজ করে যাচ্ছে। সে জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ১০০ একর জায়গায় নিমির্তব্য বারটান প্রধান কাযার্লয়ের কাজ শেষপযাের্য় রয়েছে। আশা করছি ২০১৯ সালের এপ্রিলের মধ্যে সেখানে আমাদের কাযর্ক্রম শুরু করতে পারব এবং আগামী বছর ডিপ্লোমা কোসর্ চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে।