কৃষকদের জন্য বোরো বীজ বরাদ্দ

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

মাহফুজুর রহমান
চঁাদপুর জেলার ৮ উপজেলায় রবি মৌসুমে ২ হাজার ৮১০ কেজি বোরো ধান বীজ বরাদ্দ দেয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও সরকার ধান উৎপাদন বৃদ্ধির জন্য এ উন্নত জাতের বীজ বরাদ্দ করেছে বলে জানিয়েছেন চঁাদপুর জেলা কৃষি স¤প্রসারণ বিভাগ খামার বাড়ি। চঁাদপুর জেলা কৃষি স¤প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, উন্নত ধান বীজগুলো হলোÑ বিআর১৪, বিআর১৬, বিআর২৬, ব্রিধান২৮, ব্রিধান২৯, ব্রিধান৫০, ব্রিধান৫৫, ব্রিধান৫৮, ব্রিধান৬৩। বিক্রির জন্য চঁাদপুর সদরে ৩৮৮ কেজি, হাইমচরে ২৯৯ কেজি, ফরিদগঞ্জ ৭৭৯ কেজি, শাহারাস্তিতে ৩৯০ কেজি, কচুয়াতে ২২১ কেজি, মতলব উত্তরে ২৫০ কেজি, মতলব দক্ষিণে ২০০ কেজি এবং হাজীগঞ্জে ২৮৩ কেজি বীজ বরাদ্দ দেয়া হয়েছে। এসব ধানের বীজের মধ্যে বিআর১৪ হলো ৪৩ টাকা কেজি দরে, বিআর১৬ হলো ৪৩ টাকা কেজি দরে, বিআর২৬ হলো ৪৩ টাকা কেজি দরে, ব্রিধান২৮ হলো ৪৩ টাকা কেজি দরে, ব্রিধান২৯ হলো ৪৩ টাকা কেজি দরে, ব্রিধান৫০ হলো ৫৩ টাকা কেজি দরে, ব্রিধান৫৫ হলো ৪৩ টাকা কেজি দরে, ব্রিধান৫৮ হলো ৪৩ টাকা কেজি দরে, ব্রিধান৬৩ হলো ৪৩ কেজি দরে সরকারিভাবে বিক্রির এ নিদের্শ দেয়া হয়েছে। চঁাদপুর সদর উপজেলা সহকারী কৃষি কমর্কতার্ মো. শাহ আলম জানান, বোরো ধান আবাদ ইতোমধ্যে শুরু হয়েছে। কিছু কৃষক নিচু জমিতে কাদা মাটিতে এখনই বোরো ধান লাগানো শুরু করেছেন। আর জানুয়ারি ১ তারিখ থেকে ফেব্রæয়ারি মাসের ১৫ তারিখ পযর্ন্ত বোরো ধান রোপণ কাযর্ক্রম সম্পন্ন হবে।