ডেইরি ফামির্ং বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

কাজী কামাল হোসেন
নওগঁায় আশার এগ্রিবিজনেজ ডেভেলপমেন্ট প্রকল্পের সদস্যদের ২০১৮-১৯ অথর্বছরের ডেইরি ফামির্ং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও আথির্কভাবে সাবলম্বী করার লক্ষ্যে প্রকল্পের সদস্যদের অংশগ্রহণে জেলা প্রাণিসম্পদ হল রুমে সোমবার সারা দিনব্যাপী এ প্রশিক্ষণ কমর্শালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কমর্কতার্ উত্তম কুমার দাস। কমর্শালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ কমর্কতার্ শারমিন নাহার, আশা নওগঁা জেলা ম্যানেজার মামনুর রশিদ, জেলা ম্যানেজার (ট্রেনিং) ফজলে রাব্বী, আরএম (এগ্রি) সাইফ উদ্দিন। কমর্শালাটি পরিচালনা করেন নওগঁা সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আবুল কালাম আজাদ, নওগঁা সদর-০১ ব্রাঞ্চের ম্যানেজার আলমগীর আখতার, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার জিয়াইর রহমান প্রমুখ।