হাইব্রিড টমেটোর ভালো দামে খুশি কৃষক

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

নাজিম হাসান
রাজশাহীতে শীতকালীন হাইব্রিড জাতের টমেটোর ভালো দাম পেয়ে খুশি এলাকার কৃষকরা। বতর্মানে মণপ্রতি কঁাচা টমেটো দুই হাজার ২শ টাকা থেকে ২ হাজার ৬শ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারাদেশে উৎপাদিত বঙ্গবীর, ভিএল৬৪২, ইউএসএ এবং নসিব নামীয় শীতকালীন টমেটোর প্রথম উৎপাদন হয় রাজশাহীর গোদাগাড়ী উপজেলাতে। এ ছাড়া জেলাজুড়ে চলতি মৌসুমে ৬ হাজার মেট্রিকটন টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা নিধার্রণ করা হয়েছে। এর মধ্যে প্রাণ কোম্পানি ২ হাজার মেট্রিকটন টমেটো ক্রয় করবে। এতে করে কৃষকরা তাদের উৎপাদিত টমেটোর ন্যায্যমূল্য পাবে। জেলার পবা গ্রামের টমেটো চাষি আব্দুর রউফ জানান, গত মাসের প্রথম দিকে জমি থেকে প্রথম টমেটো উঠতে শুরু করে। সে সময় মণপ্রতি কঁাচা টমেটো ২ হাজার টাকা দরে বিক্রি হয়েছিল। কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে টমেটোর পাইকার আসা শুরু করলে হঠাৎ করেই গত সোমবার থেকে টমেটোর দাম বৃদ্ধি পেয়েছে। বতর্মানে মণপ্রতি কঁাচা টমেটো দুই হাজার ২শ টাকা থেকে ২ হাজার ৬শ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে এবং প্রতি বিঘা জমিতে প্রায় ২০ হাজার টাকা খরচ করে তিনি তিন বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। গত সপ্তাহে তার তিন বিঘা জমি থেকে প্রথম দফায় সাড়ে তিন মণ টমেটো উঠেছে। প্রতি মণ ২ হাজার ৬শ টাকা দরে বিক্রি করেছেন।