ড. হোসনেয়ারা বিনার মহাপরিচালক নিযুক্ত

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
প্রথিতযশা কৃষি বিজ্ঞানী ড. হোসনেয়ারা বেগম, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন। গত ০৩ জানুয়ারি বৃহস্পতিবার তিনি মহাপরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক গবেষণাসহ বিভিন্ন পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ড. হোসনেয়ারা ১৯৮৮ সালে বৈজ্ঞানিক কমর্কতার্ হিসেবে বিনা’তে যোগদান করেন। পরবতীর্ সময়ে পযার্য়ক্রমে মুখ্য বৈজ্ঞানিক কমর্কতার্ পদে পদোন্নতি পান। তিনি ১৯৬২ সালে গোপালগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে বিএসসি এজি (সম্মান) এবং ১৯৯২ সালে উদ্ভিদ রোগতত্ত¡ বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। ২০০৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ রোগতত্ত¡ বিষয়ে পিএইচডি ডিগ্রি অজর্ন করেন।