বাণিজ্যিক কৃষিতে যাচ্ছে সরকার

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) সনৎ কুমার সাহা বলেছেন, সরকার খোরপোশ বা জীবন ধারণের কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে যাচ্ছে। গত বুধবার (০৯ জানুয়ারি, ২০১৯) রাজধানীর ফামের্গটে গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়ামে চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে উৎপাদিত নিরাপদ আমের দেশি ও রপ্তানি বাজার সম্প্রসারণে এক পরামশর্ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত সচিব বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিতের জন্য লাভ-লস হিসাব করে ফসল উৎপাদন করতে হবে। যে ফসল লাভজনক নয় সে ফসল কৃষক কেন উৎপাদন করবে? তিনি বলেন, আমরা নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাবার চাই। খাদ্য নিরাপদ ও মানসম্পন্ন হলে বেশি দামেও ভোক্তা ক্রয় করবে। তিনি আরও বলেন, নিরাপদ ও মানসম্মত না হলে সে আম রপ্তানি করা যাবে না। এতে অন্য পণ্যের ওপর বিরূপ প্রভাব পড়বে। ফল ও সবজি অভ্যন্তরীণ ও রপ্তানি বাজার সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ অমিদাভ দাস। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নেদারল্যান্ড অ্যাম্বেসির সিনিয়র পলিসি এডভাইজার (ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি) ওসমান হারুনী, সলিডারিডাড নেটওয়াকর্ এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, সুপার মাকের্ট ওনাসর্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোটার্র অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের পরিচালক কৃষিবিদ মীর নূরুল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক (রপ্তানি) মুহা. আনোয়ার হোসেন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সলিডারিডাড নেটওয়াকর্ এশিয়ার সিনিয়র ম্যানেজার (সাপ্লাই চেইন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট) মো. মজিবুল হক।