মৎস্য উৎপাদনে জলাশয় পুনঃখনন

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

ইউনুছ আলী আনন্দ
কুড়িগ্রামে ২০১৮-২০১৯ অথর্বছরে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি শীষর্ক প্রকল্পের আওতায় জলাশয় পুনঃখনন কাযর্ক্রম শুরু হয়েছে। এই প্রকল্পে জেলার নয়টি উপজেলার অনুমোদিত ২৭টি জলাশয় ও পুকুর পুনঃখননে ব্যয় করা হবে সরকারি বরাদ্দের ৩ কোটি ৪৬ লাখ টাকা। গত বুধবার জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই পাউবো বরোপিট, বড়ভিটা পাউবো বরোপিট ও ভাঙ্গামোড় ইউনিয়নের খলিশা কুড়ি ও কৈ কুড়ির খাস জলাশয়ে কোদাল হাতে নিয়ে কুড়িগ্রাম জেলা মৎস্য অফিসার জিল্লুর রহমান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের ছেলে আলহাজ আবু সুফিয়ান পাভেল পুনঃখনন কাযর্ক্রমের শুভ সূচনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের উপ-সহারী প্রকৌশলী সানাউল বারী শুভ, ফুলবাড়ী উপজেলা মৎস্য কমর্কতার্ মাহমুদুন্নবী মিঠু, আওয়ামী লীগ নেত্রী মনোয়ারা বেগম, যুবলীগ নেতা আশরাফুল আলম মÐল বুলবুল, ইউপি চেয়াম্যান লুৎফর রহমান বাবু, মৎস্যচাষি মুছাবর রহমান, আছমা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগর্।