বারিতে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-তে ‘বারি উদ্ভাবিত প্রযুক্তি’ শীষর্ক মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গত শনিবার প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মাঠপযাের্য়র কমর্কতাের্দর এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) কমলা রঞ্জন দাস। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ উইং) কৃষিবিদ আবুল হাশিম। এতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বতর্মানে আবহাওয়া পরিবতের্নর সঙ্গে খাপ খাইয়ে কৃষি প্রযুক্তির উদ্ভাবন এবং মাঠপযাের্য় এগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির মোকাবেলায় বিজ্ঞানীদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং সেসব প্রযুক্তির সবোর্ত্তম ব্যবহারের মাধ্যমে চাহিদা অনুযায়ী খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। অনুষ্ঠানে প্রশিক্ষণের বিষয়বস্তুর ওপর আলোকপাত করে স্বাগত বক্তব্য রাখেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. আব্দুল ওহাব। এ সময় পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. সৈয়দ নুরুল আলম, পরিচালক (তৈলবীজ গবেষণা) ড. লুৎফর রহমান, পরিচালক (উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্র) ড. মদন গোপাল সাহাসহ সব বিভাগের বিভাগীয় প্রধানসহ প্রায় ৮০ জন বিশেষজ্ঞ বিজ্ঞানী উপস্থিত ছিলেন।