মেধা, আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

এম এ মোমিন
সাবির্ক অথর্নীতিতে কৃষির গুরুত্ব ক্রমেই বাড়ছে। কৃষির বিকাশে যারা কাজ করছেন তারা দেশ ও জাতির জন্য অনেক গুরুত্বপূণর্। এই দায়িত্ব মেধা, আন্তরিকতা ও সততার সঙ্গে পালন করতে হবে। আগামীতে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রধান নিয়ামক হচ্ছে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি। নিরাপদ খাদ্য ও পুষ্টির জন্য আমাদের সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। গত বুধবার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক এডিপি সভায় এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরে এটাই তার প্রথম সভা। কৃষিমন্ত্রী বলেন, কৃষি প্রকৃতি নিভর্র একটি ঝঁুকিপূণর্ পেশা। প্রাকৃতিক দুযোের্গর কারণে যে কোনো সময় দেউলিয়া হওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশ দুযোর্গ মোকাবেলয়া সক্ষমতা অজর্ন করে কৃষিতে অভাবনীয় সাফল্য অজর্ন আজ বিশ্ব স্বীকৃত। তিনি আরও বলেন, আমাদের ভবিষৎ প্রজন্মের কথা মাথায় রেখে কমর্পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তেলের ক্ষেত্রে আমদানি নিভর্রতা কমিয়ে আনার জন্য সারাদেশব্যাপী বৃহৎ প্রকল্প গ্রহণের কথা উল্লেখ করেন কৃষিমন্ত্রী। আমরা সবাই মিলে ভবিষৎ প্রজন্মের জন্য এমন কাজ করে যেতে চাইÑ যা অনুকরণীয় হয়ে থাকবে।