নিকলীতে প্রান্তিক কৃষকের মাঝে সাইলো বিতরণ

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

মহিউদ্দিন লিটন
কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসন ডিপিজি ও ওয়াল্ডর্ ব্যাংকের সহযোগিতায় গত বৃহস্পতিবার সাতটি ইউনিয়ের প্রান্তিক কৃষক ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও বীজ সংরক্ষণের জন্য ৮ হাজর সাইলো বিতরণ করেছে। নিকলী উপজেলা নিবার্হী কমর্কতার্ মোছা. রেহেনা আক্তার খাদ্য অধিদপ্তরের অধীনে কৃষক ও কৃষানির মাঝে এসব সাইলো বিতরণ করেন। খাদ্য কমর্কতার্ মো. মজিবুর রহমান বলেন, হাওর আঞ্চলের প্রান্তিককৃষক ও হতদরিদ্র পরিবারগুলো যাতে খাদ্য ও বীজ সংরক্ষণ করে রাখতে পারে তার জন্য এসব প্রসাধনী ও সাইলো দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডিপিজির ফিল্ড অফিসার মো. আনিছুর রহমান ও খাদ্য ভারপ্রাপ্ত কমর্কতার্ মো. হাসান।