শেকৃবি-বিএলআরআই সমঝোতা

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

মো. বশিরুল ইসলাম
শিক্ষাথীের্দর ইন্টানির্শপ, প্রশিক্ষণ ও যৌথ গবেষণার পরিধি বাড়াতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। শেকৃবির পক্ষ থেকে উপাচাযর্ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এবং বিএলআরআই পক্ষে মহাপরিচালক ড. নাথু রাম সরকার এ চুক্তিতে স্বাক্ষর করেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ এবং বিএলআরআই পক্ষে ড. মো. আবদুল জলিল চুক্তির সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, কমর্কতার্রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন এনিম্যাল সায়েন্স এ ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিএলআরআই মহাপরিচালক ড. নাথু রাম সরকার বক্তব্যে বলেন, বতর্মান সরকারের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার অন্যতম হাতিয়ার প্রাণিসম্পদ শিল্প, তাই এ খাতটির গুরুত্ব দিন বেড়েই চলেছে। দেশের সাধারণ মানুষের প্রয়োজনীয় গুরুত্বপূণর্ পুষ্টি উপাদান প্রাণিজ আমিষসহ অন্যান্য পুষ্টির চাহিদা পূরণে কৃষি খাতে প্রাণিসম্পদের ভূমিকা অনস্বীকাযর্। উপাচাযর্ অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, এ সমঝোতা স্মারক দেশের প্রাণিসম্পদ সেক্টর উন্নয়নে ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষাথীের্দর দক্ষতা বৃদ্ধিতে ভ‚মিকা রাখবে। এ স্মারক স্বাক্ষর করায় তিনি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।