বøাস্ট রোগ দমনে সতকীর্করণ সভা

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
ত্রিশালের বৈলর বঁাশকুড়ি গ্রামে গত ২৮ জানুয়ারি কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্যোগে ধানের বøাস্ট রোগ দমন বিষয়ে একটি কৃষক সতকীর্করণ সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ কৃষক মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল কৃষি প্রযুক্তি কেন্দ্রে পরিচালক কৃষিবিদ নিতাই চন্দ্র রায়। সভায় কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. চঁান মিয়া, মো. আবদুল বাতেন এবং মো. আরিফ হোসেন প্রমুখ। কৃষক সতকর্করণ সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক বাবু রাধারমন মোদক। প্রধান অতিথির বক্তব্যে নিতাই চন্দ্র রায় বলেন, গত বছর বোরো মৌসুমে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পলাশতলী গ্রামের প্রায় ২০ একর ব্রিধান-২৮ জাতের জমিতে বøাস্ট রোগের কারণে কৃষক চরম ক্ষতির শিকার হন। কোনো কোনো কৃষক জমি থেকে এক মুঠো ধানও বাড়িতে আনতে পারেননি। তাই বøাস্ট রোগ দমনে কৃষক ভাইদের সচেতন হতে হবে এবং সময় মতো সঠিক দমন ব্যবস্থাপনার মাধ্যমে বোরো ধানের ফলন এবং গুণগত মান বাড়াতে হবে। সভাপতির বক্তব্যে মো. আফাজ উদ্দিন বলেন, আমরা গতানুগতিক পদ্ধতিতে ধান চাষ করে লাভবান হতে পারছি না। ধান চাষে লাভবান হতে হলে আমাদের আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে ধানের ফলন বাড়াতে হবে।